অমল আলোয় রঙ্গমৈত্রী

নীলদিগন্ত 

শুরু হয়ে গেল রঙ্গসেণার তৃতীয় রঙ্গমৈত্রী উৎসব। গত ২৪শ এপ্রিল ২০২২, অশোকনগর অমল আলোয় এই উৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন শ্রী অভি চক্রবর্তী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অশোকনগর নাট্যমুখ এর পরিচালক ও সংগঠক।
প্রথম দর্শনে দেখা যায় চুঁচুড়া অংকুর প্রযোজিত নাটক ‘লৌহমানব’। যেটি উৎপল দত্তের একটি কালজয়ী রচনা। যে নাটক সময় উপযোগী ইতিহাসের কথা বলে। অসাধারণ অভিনয় সকলের। বিশেষ করে অভিনেতা-নির্দেশক শ্রী রাজা ভৌমিক তাঁর অভিনীত চরিত্রটি বাস্তবিক করে তোলেন।

ঠিক তার পরবর্তী দর্শনে রঙ্গসেণা ‘র অন্তরঙ্গ প্রযোজনা ‘শ্রীচরণকমলেষু’ মঞ্চস্থ হয়। নির্দেশনা ও একক অভিনয় ধ্রুপদ ঘোষ।
অনবদ্য, আলো আবহ মঞ্চ নির্মাণে দীপ ভৌমিক, দিব্যেন্দু ভদ্র, অনুপ মন্ডল এর সহযোগিতায় নাটকটি পূর্ণতা পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে নাটকটি সমাজের কথা বলে এবং অন্তরঙ্গ থিয়েটারের ভাষা খোঁজার চেষ্টা করে।

খুবই সুষ্ঠভাবে রঙ্গসেণার তৃতীয় রঙ্গমৈত্রী উৎসবের প্রথম পর্বটি শেষ হয়। এভাবেই তারা আরো এই পর্ব আগামী দিনে অনুষ্ঠিত করবে বলে জানিয়েছে ।