অমল আলো জার্নাল | ৪৮ তম সংখ্যা | ১৬ সেপ্টেম্বর ২০২২

অশোকনগর নাট্যমুখ পরিচালিত
সাপ্তাহিক ওয়েবজিন অমল আলো জার্নাল
৪৮ তম সংখ্যা, ১৬ সেপ্টেম্বর ২০২২

সম্পাদক – অভি চক্রবর্তী
নির্বাহী সম্পাদক – অসীম দাস

খোলা হাওয়া-৭, আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক উৎসব

Far from the Madding Crowd

খোলা হাওয়া শুরু হয়েছিল ২০১২ সালে। নামের মধ্যেই এক উন্মুক্ত হাওয়া চলাচলের ক্ষেত্র তৈরি করতে চেয়েছিলাম। প্রথম বছরেই পুরো শহীদ সদন ভাড়া নিয়ে অভিনয় হয়েছিল, বাইরে বারান্দায়…কারণ উৎসব ছিল বাদল সরকারের প্রতি উৎস্বর্গীকৃত। যাবতীয় নাট্য নির্মাণে রবীন্দ্রনাথের সাহিত্য, চিত্র ইত্যাদির সংযোগ রাখার উদ্যোগ ছিল। সে শর্তে রাজি হয়ে স্বয়ং শতাব্দী, এ এল টি সহ বহু নাট্যদল যোগ দিয়েছিলেন। এরপর থেকে নানানভাবে নানান জায়গায় খোলা হাওয়া হয়েছে। প্যান্ডেমিকের কারণে বন্ধ থাকেনি বরং চার জায়গায় হয়েছে।

আমাদের এই উৎসবকে বারেবারে গর্বিত করেছেন ভারতবর্ষ খ্যাত নাট্যজনেরা। বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, মনোজ মিত্র, প্রবীর গুহ, সঞ্জয় উপাধ্যায়, সুরেশ শর্মা, হৃষিকেশ সুলভ, গুনাকার দেব গোস্বামী, অসীম নাথ, সুবোধ পট্টনায়েক, দেবশংকর হালদার, ব্রাত্য বসু সহ একাধিক প্রথিতযশা নাট্যব্যক্তিত্বদের উপস্থিতিতে মুখরিত হয়েছি আমরা। অশোকনগরবাসী প্রথম প্রত্যক্ষ করেছেন বাইরের রাজ্যের নাট্য। বাংলার বাইরে আসাম, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা রাজ্যের নাট্যের উপস্থিতি সম্ভবত অশোকনগরে আমাদের আগে কেউ দ্যাখাবার উদ্যোগ নেয় নি।

খোলা হাওয়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছিল গত ডিসেম্বরে। অমল আলো ও মিনার্ভায়। ওড়িশার কোরাপুট জেলার নান্দনিক দল মঞ্চস্থ করেছিল তাদের নাট্য তক্ষক। সঙ্গে ছিল আমাদের দুটি নাট্য। টু সোলস এবং আমি অনুকূল দা আর ওরা।

এবারে দ্বিতীয় ধাপ সম্পন্ন হবার পালা। এই পর্ব দুদিনের হলেও বর্ণাঢ্য এবং আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক। ১৮ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৪টেয়, অমল আলোর সন্মুখে উৎসবের শুরু হবে পান্ডবানীর জাতীয় শিল্পী এবং পদ্মবিভূষণ তীজন বাঈয়ের সুযোগ্য শিষ্যা সীমা ঘোষের পান্ডবানী প্রদর্শনের মধ্যে দিয়ে। এই অঞ্চলে সম্ভবত পান্ডবানীর আয়োজন এবং প্রদর্শন সর্বপ্রথম। যদিও তাতে যে এলাকার নাট্যদলেরা হামলে পড়বেন না তা আমরা জানি। বরং কখনো পান্ডবানী শোনার প্রয়োজন হলে ইউটিউব, উইকি তো রইলই…যাদের মিউজ্যিক ও থিয়েটার নিয়ে নতুন কাজ করবার ইচ্ছে আছে, আগ্রহ আছে তারা আসুন। পান্ডবানীর পরেই আমরা সম্বর্ধিত করব মণীশ মিত্রকে। মণীশ দাকে নিয়ে আমার বই প্রায় শেষের পথে, এই সম্বর্ধনা স্পষ্ট করে পূর্বসূরিদের বরণ করে নেওয়ার আন্তরিক উদ্যোগ। তারপরেই মণীশ দার নির্দেশে অমল আলোয় প্রযোজিত হবে Just an Hour…

দ্বিতীয় দিন খোলা হাওয়া তরুণতম নির্দেশক শরণ্য দের সৃজনকর্মে সেজে উঠবে। টেন্থ প্ল্যানেটের নাট্য একটি বন্ধ পোস্ট অফিস প্রযোজিত হবে সঙ্গে থাকবে পড়শি দেশ বাংলাদেশের বহুখ্যাত নাট্যদল স্বপ্নদলের হেলেন কেলার। নির্দেশনায় জাহিদ রিপন। আমরা আশা করছি দুদিনের এই স্বল্পায়োজন আপনাদের অপরিসীম বিস্তৃতির সন্ধান দেবে। আলো দেবে। চিন্তায় ঢেউ দেবে…