নিজস্ব প্রতিবেদনঃ
শীত পরতেই আমাদের প্রিয় শহর অশোকনগর অমল আলোয় শুরু হচ্ছে তিনদিনের গঙ্গা যমুনা উৎসব। আয়োজনে অনীক, কলকাতা। আগামী ১১ই নভেম্বর থেকে ১৩ নভেম্বর এই নাট্য উৎসব চলবে। এই উৎসবকে ঘিরে অমল আলো নতুন ভাবে আবার সেজে উঠেছে। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় ব্যানার, মাইকিং প্রচার চলছে। প্রতিদিন নাটক শুরু হবে সন্ধ্যা সারে পাঁচটায়।
সপ্তম পর্যায় তিনদিনের নাট্য উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্য পরিচালক শ্রী শ্যামল দত্ত মহাশয়। অনীক আয়োজিত এই নাট্য উৎসব এবার পঁচিশ তম বর্ষে পদার্পণ করলো। এই প্রথম অশোকনগরে গঙ্গা যমুনা উৎসব, স্বভাবতই নাটক প্রিয় মানুষের মনে ব্যাপক সাড়া ফেলেছে ইতিমধ্যে। এই উৎসবে প্রতিদিন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী গার্গী ভট্টাচার্য, শ্রী তাপস ব্যানার্জী, শ্রী দেবব্রত দাস।
প্রথম দিন অর্থাৎ ১১ ই নভেম্বর সন্ধ্যা ৬টায় নব ব্যারাকপুর কোরাস প্রযোজনা সুজনব্রতীর সীমান্ত, নির্দেশনা দেবাশিস মৈত্র। দ্বিতীয় নাটক টেনথ্ প্লানেট প্রযোজনা, নাটক একটি বন্ধ পোস্ট অফিস, নির্দেশনা শরণ্য দে। ১২ তারিখ অর্থাৎ এই উৎসবের দ্বিতীয় দিনে থাকছে ইমন মাইম সেন্টারের মাইম নাটক লড়াই, নির্দেশনা ধীরাজ হাওলাদার। দ্বিতীয় নাটক যুদ্ধ, প্রযোজনা গোবরডাঙ্গা রূপান্তর, নির্দেশনা কিরণ সাঁতরা। এবং তৃতীয় নাটক গল্পের মতোই এভাবেই থেকে যায়, প্রযোজনা বারাসাত কাল্পিক, নির্দেশনা দেবব্রত ব্যানার্জী।
১৩ই নভেম্বর অর্থাৎ গঙ্গা যমুনা উৎসবের সপ্তম পর্যায়ের শেষ দিন থাকছে পর পর তিনটি নাটক। সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের নাটক মরলে মরো ছড়িয়ো না, নির্দেশনা পারমিতা ঘোষ, দ্বিতীয় নাটক গোত্রহীন প্রযোজনা খোলদো, নির্দেশনা সুপ্রতিম রায়। এবং সর্বশেষ নাটক হুলো, প্রযোজনা গোবরডাঙ্গা নকসা, নির্দেশনা আশিস দাস। অনীক আয়োজিত এই বিশাল কর্মকান্ডে আপনার সাদর উপস্থিতি একান্ত ভাবে প্রার্থনা করে উৎসব কমিটি।