১. চরম সংকটে শ্রী হীন লঙ্কা। কার্ফু চলিতেছে। চতুর্দিকে ট্যাঙ্কার। সেনার ঘেরাটোপে প্রধানমন্ত্রীর কেদারাখানি। অসহায় সাধারণ মানুষ। পলাতক রাষ্ট্রের প্রধান । সংগ্রাম বিজয় পতাকার রঙ এখন কালো। অসহনীয় সঙ্কট। অসহায় সাধারণ মানুষ। শুধু প্রশ্ন চিহ্ন চতুর্দিকে। কি হইবে এই দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি? কবে হইবে সমস্ত স্বাভাবিক?
২. নূপুর নূপুর শব্দ সে তো কবে থেকেই ঝনঝন করছে। এরমধ্যে আবার মহুয়া সুবাস! ধর্মীয় অনুভূতি নিয়ে ভয়ঙ্কর সব কাণ্ড চলছে উপমহাদেশ জুড়ে। জ্বালাও, পোড়াও, ভাঙচুর, ফতোয়া, ফাঁসির দাবি, গ্রেফতার, খুন, কিছুই থামছেনা। চারিদিকে গন্ধের গুঞ্জন। কে যে কাকে সমর্থন করছে আর করছেনা তা বোঝা বড় দায়! সকলেরই অধিকার আছে মত প্রকাশের, সে যে মতই হোক না কেন। মস্তিষ্কে বিতর্ক হোক। ‘বাক স্বাধীনতা’— এই অতি সহজ এবং জরুরি বিষয়টি নিয়ে সংসদে তোলপাড় হোক তবে!
৩. নজির ঘটনা। অযোধ্যার রামমন্দিরে মার্বেলে নকশা খোদাইয়ের কাজে ব্যস্ত মুসলিম শিল্পীরা! জোরকদমে চলছে কাজ। ২,১০০ কিলোগ্রাম ওজনের বিশাল ঘণ্টা তৈরি করছেন ইকবাল শেখ। এও এক সম্প্রীতির বার্তা।
৪. ১৪ জুলাই গোবরডাঙা শিল্পায়নের ঐতিহাসিক দিন ছিল। দীর্ঘদিনের নাট্য বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন সফল হলো। শিল্পায়ন স্টুডিও থিয়েটার চলছে রমরমিয়ে। অগুনিত আত্মজন পেয়েছেন পাশে। এদিন দুপুরে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির-এর সঙ্গে গোবরডাঙা শিল্পায়ন নাট্য বিদ্যালয়-এর ‘মৌ’ (MOU) চুক্তি সম্পন্ন হলো। খুব শীঘ্রই শুরু হবে নতুন পাঠক্রমের কাজ।
৫. উত্তর দমদম বিদ্যাপীঠ ফর বয়েজে ১৬ জুলাই, সারাদিন বালার্ক থিয়েটার গ্রূপের তত্ত্ববধানে হলো স্কুল থিয়েটার ওয়ার্কশপ। মূলত বাচ্চাদের মধ্যে থিয়েটার এবং সমাজ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই বিশেষ কর্মশালার আয়োজন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দলের ডিরেক্টর বসন্ত পাথ্রডকর এবং অন্যান্য সদস্যদের মধ্যে পূজা কুন্ডু, নির্মল সরদার ও রীনা মন্ডল সহ বিশেষ প্ৰশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী নন্দিনী মন্ডল।
May I simply just say what a relief to find someone who truly understands what they are discussing on the web. You definitely understand how to bring a problem to light and make it important. More and more people ought to check this out and understand this side of your story. Its surprising you arent more popular because you definitely have the gift.