স্মরণে বিজয় ভট্টাচার্য | বিজয়, তুমিও ! | কমল সাহা

বিজয় ভট্টাচার্য (জন্ম. ১২.১১.১৯৪৮ – মৃত্যু. ২৬.১২.২০২১)

আমাদের নাটকে সে অভিনয় করছিল কমরেড স্তালিনের ভূমিকায়। চমৎকার মানিয়ে ছিল তাকে। হাঁটাচলা, কথা বলা – অবিকল স্তালিন – ডুপ্লিকেট অব উৎপল দত্ত! সেই বিজয় হঠাৎ নির্দেশকের আদেশ অমান্য করে – রিহার্সালের শৃঙ্খলা অবজ্ঞা করে বাঁ দিকের পরিবর্তে ডান দিক দিয়ে বেরিয়ে গেল এবং সেটা দৃশ্যের মাঝখানে! এইটাই ছিল শেষ দৃশ্য। প্রায় সারাটা জীবন বাম দিকে থাকল শেষ দিকটায় ও ঝুঁকে ছিল ডান দিকে – ডান উইংসের দিকে নজর ছিল বেশি! কমরেড স্তালিনের কাছে এটা আমরা আশা করিনি কোনোদিন।

ও নাটক লিখত। প্রচুর নাটক। সেইসব নাটক আমাদের প্রতিযোগিতা মঞ্চকে মাতিয়ে রেখেছে অনেকদিন। রাজনৈতিক বক্তব্যকে কাব্যময়তায় প্রকাশ করার ক্ষমতা ছিল ওর। বিজয়ের লেখা ১০০ নাটক নিয়ে অবিলম্বে ব‌ই প্রকাশ করা দরকার। ও ছিল ‘লাইফ থিয়েটার গ্রুপের’ লাইফ; ‘অভিনয়’ নাট্যপত্রের উদ্ধারকর্তা; পল্লী থিয়েটারের ত্রাতা।

শ্রীনিবাস ভট্টাচার্যের ছেলে বিজয়দেব জন্মে ছিল ১২ নভেম্বর ১৯৪৮; বয়সে ও ছিল আমার থেকে প্রায় এক বছরের ছোট। আমার ‘নাট্যকোষ’ গ্রন্থ প্রকল্পে ও আমার সহযোগী হিসেবে বছর দুয়েক কাজ করেছে। তখন ওর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। শুনেছি, ওর সংগ্রহে প্রচুর মূল্যবান গ্রন্থাদি আছে। কথা ছিল আমাকে দেবে – কিন্তু ওই যে হঠাৎ ডান উইংস দিয়ে প্রস্থান করল – দেবার সময় পেল না!

একবার বিজয় আমার কাছ থেকে পৃথিবীর নির্বাচিত একাঙ্ক নাটকের ইংরেজি সংকলন গ্রন্থ নিয়ে গিয়েছিল। কিন্তু কী কী নাটক লিখেছে আমার জানা নেই। ওর লেখা ‘ছৌয়ের নাচে কাঁপে পাহাড় চূড়া’ নাটকের অভিনয় আমাকে দেখিয়েছিল। বেশ ভালো লেগেছে।

বিজয়ের সঙ্গে পরিচয় ওর অফিসে। অন্য থিয়েটার-এর দিলীপ দত্ত, সুন্দরম-এর সৌমেন রায়চৌধুরি এবং বিজয় ভট্টাচার্য এক‌ই অফিসের কর্মী ছিল। আমার বন্ধু সুশীল সাহার সৌজন্যে এঁদের সান্নিধ্য লাভ করি। হঠাৎ শুনি, বিজয় চাকরি ছেড়ে দিয়েছে ! হঠাৎ শুনি, বিজয় সিনেমা করছে – ওর শুটিংও দেখি ! হঠাৎ শুনি বিজয় তার নিজের বাড়িটা বিক্রি করে দিয়েছে ! হঠাৎ শুনি বিজয় নাট্যগবেষণার কাজ পেয়েছে। হঠাৎ শুনি বিজয় অর্থ কষ্টে এবং শারীরিক কষ্টে বিপন্ন। হঠাৎ শুনি বিজয় নেই! আমার নাট্যবন্ধু অসীম দাস খবরটা দেয়! ডান দিকের উইংস দিয়ে ২৬ ডিসেম্বর ২০২১ হঠাৎ-ই বেরিয়ে যায় !

বিজয়, তুমিও! স্তালিন কেন ডান দিকে যাবে?

3 thoughts on “স্মরণে বিজয় ভট্টাচার্য | বিজয়, তুমিও ! | কমল সাহা

  1. আমার হৃদয় যতটা বাঁয়ে, তার চেয়ে এতটুকু বামপন্থী নই আমি — শেষ জীবনের এই চরম ডানপন্থী মনোভাবে নিজেকে ভাসিয়ে কোথায় হারিয়ে গেলেন প্রিয় কমরেড স্তালিন!
    অসাধারণ একটি লেখা পেলাম কমলদার।

  2. ডান-বাম উইংসে এক থিয়েটারি স্মৃতিচারণ🙏

Comments are closed.