সবুজ আয়োজিত আন্তর্জাতিক নাট্য উৎসব

সবুজ সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত নাট্যসম্পর্ক আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২২, এবছর ৬ষ্ঠ বর্ষ। আগামী ১৫ – ১৮ সেপ্টেম্বর নৈহাটি ঐকতান পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ এক মঞ্চে থাকছে। নতুন সম্পর্কের সূচনায় এবছর বাংলাদেশ আমাদের প্রতিবেশী বন্ধু দেশের নাটক এবারের মূল আকর্ষণ। যে সমস্ত নাটকগুলি দিয়ে অনুষ্ঠান টিকে সাজানো হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রযোজনা গুলি হলো বারাসাত কাল্পিকের আমার ডাকঘর, নির্দেশনা দেবব্রত ব্যানার্জী। বালীগঞ্জ স্বপ্নসূচনার কন্ট্রাক্ট কিলার। নির্দেশনা অতনু সরকার। হেলেন কেলার, স্বপ্নদল, বাংলাদেশের নাটক। অশোকনগর নাট্যমুখ প্রযোজনা মিস্টার রাইট। আজকের প্রজন্ম থিয়েটার, শিলচর আসাম এর নাটক অধরা মাধুরী। নটধা প্রযোজনা মহাভারত ২.

নাট্যসম্পর্ক ৬ এর দ্বিতীয় পর্ব শুরু হবে তৃপ্তি মিত্র নাট্যগৃহে সেপ্টেম্বরের ২১, ২২ এবং ২৯ তারিখ। থিয়েটার প্ল্যাটফর্মের গর্ভকন্যা , থিয়েটার শাইনের পোষ্টমাস্টার, নারকেলডাঙ্গা স্বপ্নিলের চাঁদের চোয়াল। ক্যালকাটা সবুজ থিয়েটার এণ্ড কালচারের F.. L.., এবং খাঁটুরা চিত্রপট এর বাট্য ১৬ পাতা।  নাট্যমোদী দর্শক হৃদয়ে এখন সময় গোনা।নৈহাটি ঐকতান মঞ্চ সেজে উঠবে আলোর রোশনাইয়ে। স্থানীয় নাট্যকর্মীদের মনেও আশার সঞ্চার হয়েছে নাটককে ভালোবেসে বিমুখ মানুষজন ভালো থিয়েটার দেখতে হলমুখী হবেন।