আত্মজ-আসর নাট্যম এর যৌথ উদ্যোগে গত ২৬ জুন সাঁইথিয়া রবীন্দ্র ভবনে শুরু হয়েছিল প্রতিমাসে নিয়মিত থিয়েটার। মহামারির সব ভয় কাটিয়ে নাটক দেখানোর জন্য নাট্য মোদি মানুষকে হলমুখী করার এই প্রচেষ্টা। জানিয়েছেন দুই আয়োজক দলের প্রাণপুরুষ ও নাট্যজন বিজয়কুমার দাস ও মুকুল সিদ্দিকী।
উল্লেখ্য সম্প্রতি সাঁইথিয়া পৌরসভার উদ্যোগে রবীন্দ্রভবন সংস্কারের কাজ শেষ হয়েছে। এখন আগের চেয়ে আরো আধুনিক এবং থিয়েটার উপযোগী করে তোলা হয়েছে। ‘বারো মাসের বিনোদন’ শিরোনামে সাঁইথিয়া আসর নাট্যম বর্ষব্যাপী নিজেদের প্রযোজনা নিয়ে প্রতিমাসে থিয়েটার চালিয়ে এসেছে এতদিন। এবার মুকুল সিদ্দিকী সহযোগী হয়ে পাশে দাঁড়ালেন।
প্রথম পর্যায়ে আসরনাট্যম ‘সম্পর্ক’ মঞ্চস্থ হয়। নাটক সুভাষ বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা বিজয়কুমার দাস। পরে আত্মজ প্রযোজনা ‘অরূপ কথা’, নাটক অতনু বর্মন ও মুকুল সিদ্দিকি নির্দেশনায় হয়।
সাঁইথিয়া সহ জেলার বিভিন্ন প্রান্তের নাট্যকর্মী ও দর্শকরা এসেছেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
দ্বিতীয় মাসে ৩১ জুলাই নাটক পরিবেশন করেন কলকাতার মিউনাস ‘অবচেতন’, নাটক নির্দেশনা উৎসব দাস এবং সিউড়ীর আত্মজ প্রযোজনা ‘ন হন্যতে’, নাটক সুব্রত নাগ,নির্দেশনা মুকুল সিদ্দিকী।
এ মাসে অর্থাৎ ২৭ অগাস্ট নিয়মিত থিয়েটারে এই মঞ্চে মঞ্চস্থ হবে কলকাতার এসো নাটক শিখি প্রযোজনায় নাটক ‘দলছুট’, নাটক নির্দেশনা ড. তাপস দাস এবং আত্মজ প্রযোজনায় দেখা যাবে ‘পড়ে পাওয়া চোদ্দ আনা’, নাটক সৌমেন পাল, নির্দেশনা মুকুল সিদ্দিকী।
প্রতিমাসের এই নিয়মিত থিয়েটার প্রবীণ দুটি দলের প্রয়াস থিয়েটারকে আরো বেশি বেশি উজ্জীবিত করুন। স্বার্থক হোক।
দারুণ উদ্যোগ। শুভেচ্ছা রইল।