বিশেষ স্মরণ সংখ্যা | আমরা সবাই রাজা
রাজা ঘরামী (খুরশিদ আলম ঘরামী)
জন্ম- ১ ডিসেম্বর ১৯৮৪
মৃত্যু- ১০ ফেব্রুয়ারি ২০২৩
আমন্ত্রিত সম্পাদক- রাহুল দেব ঘোষ
প্রধান সম্পাদক- অভি চক্রবর্তী
জানি অনলাইনে ম্যাগাজিন পড়তে একেবারেই মন লাগেনা আপনাদের। তাতে সেক্স নেই, পিলিটিক্যাল খেউড় নেই, কেচ্ছে নেই- এ ম্যাগাজিন পড়বার কোনোও মানেও নেই। কিন্তু যে ছেলেটি এতো অল্প বয়সে এক মহাঘাতক লরির তলায় চলে গেল, অকস্মাৎ তার ছোট মেয়েটির মাথার উপর থেকে বাবা নামক শব্দটি ফুস করে জ্বলে- পুড়ে ছাই হয়ে গেল এই সংখ্যা সেই রাজাকে নিয়েই। রাজার জন্য হয়তো আমরা কিছুই করতে পারবনা, তার পরিবারকে স্বান্তনা জানাবার কোনো শাব্দিক মুরোদ আমাদের নেই, ক্ষতিপূরণ দেবার মতো কোনো ভন্ড মুখোশ আমাদের হাতে নেই। আমরা শুধু রাজার কাজকে খানিক ধরে রাখার চেষ্টা করলাম, এমন ভাবার তো কোনো কারণ নেই যে সেলিব্রিটি হলেই আপনার জন্ম মৃত্যু বিয়ে নিয়ে দিস্তার পর দিস্তা খরচ হবে। একজন সাধারণ নাটক – পাগল মানুষের কথা জানানোও আমাদের অমল আলো জার্নালের অবশ্য কর্তব্য এবং সৎ প্রচেষ্টা। এই সংখ্যায় এই কাজে আ।আমাকে সহায়তা করেছেন, বলা ভালো আমাদের আমন্ত্রণে এই নিকষ কালসিটে পড়া সংখ্যার, বিলাপের চিহ্ন ভরা সংখ্যার, শোকের স্তোত্রপাঠ করেছেন রাহুল দেব ঘোষ। তাকে জানাই আন্তরিক ভালোবাসা। যারা লিখলেন তারা সবাই রাজা। রাজা নিজে চলে গিয়ে আমাদের রাজা করে দিয়ে গ্যাছে।
– অভি চক্রবর্তী
সূ চি প ত্র
সে ও বিকর্ণ’র আর দুটো অভিনয়? | দীপক নায়েক
উল্টোদিকের চেয়ারটায় কে বসবে রাজা? | পার্থ গোস্বামী
আমরা টিকিটের লাইনে রাজা | অভি চক্রবর্তী
এক তরুণ রাজার জন্য শোকগাথা | বিজয়কুমার দাস